Posts

Showing posts from July, 2024

‘ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্ক

Image
  ২০১৩ সালের ৫ই ফ্রেব্রুয়ারি সকালে যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এই রায়ে সন্তুষ্ট না হয়ে কাদের মোল্লার ফাঁসির দাবিতে সেদিন বিকেলে কিছু অনলাইন অ্যাকিভিস্ট শাহবাগে জড়ো হয়। তাদের মধ্যে অন্যতম ছিলেন ইমরান এইচ সরকার। সে আন্দোলনের সূত্রপাতের বিষয়টি মি. সরকার তার একটি একটি লেখায় তুলে ধরেছেন। তার সম্পাদিত 'শাহবাগ, গণজাগরণ ও ইতিহাসের দায়' বইতে মি. সরকার লিখেছেন,স্বল্প সময়ের আহবানে প্রথমে কয়েকশত ব্লগার এবং অনলাইন অ্যাকটিভিস্ট শাহবাগে জড়ো হন। কিছুক্ষণের মধ্যেই এই ভিড় বাড়তে থাকে। অনলাইনে অব্যাহত প্রচারণায় ধীরে ধীরে মানুষের স্রোত জনসমুদ্রে রূপ পেতে থাকে। শাহবাগে জড়ো হওয়া অনলাইন অ্যাকিভিস্টরা ভেবেছিলেন যে শুধু ভার্চুয়াল জগতে সীমাবদ্ধ রাখলে চলবে না, রাজপথে দাঁড়িয়ে সুস্পষ্ট ভাষায় প্রতিবাদ করতে হবে এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করতে হবে। "এই লক্ষ্যে আমি দ্রুতই আমাদের সংগঠন ‘ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্ক’ ভার্চুয়াল জগতে যা বোয়ান নামে পরিচিত, সেই বোয়ানের সদস্যদের সঙ্গে যোগাযোগ করি। ঠ...

ব্লগার হত্যার প্রতিবাদ মিছিল গণজাগরণ মঞ্চ

Image
  মৌলবাদী সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াতে জাগরণের আহ্বান জঙ্গিদের হামলার পরও রাজনৈতিক দলগুলোর নীরব থাকার সমালোচনা করে মৌলবাদী সন্ত্রাসীদের প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে গণজাগরণ মঞ্চ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম   Published :   30 Mar 2015, 09:17 PM Link https://bangla.bdnews24.com/bangladesh/article947271.bdnews  https://www.shutterstock.com/search/bangladesh-writer