Posts

Showing posts from August, 2024

নিপীড়নবিরোধী মশাল কল্পনা চাকমা

Image
জ ১২ জুন। পাহাড়ের সংগ্রামী কল্পনা চাকমার অপহরণের দিন। ১৯৯৬ সালের ১২ জুন নিজ বাড়ি থকে অপহৃত হন।  হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক  ছিলেন কল্পনা চাকমা। কিন্তু আমরা জানি না- বিশ্বজুড়ে আলোচিত এই অপহরণের কেন বিচার হলো না। ২৬ বছর আগে অপহরণের শিকার হন কল্পনা। বিএনপি একবার এবং আওয়ামী লীগ চতুর্থবারের মতো ক্ষমতায় আসে, কিন্তু এই অপহরণের কোনো বিচার হয়নি। এটি বলাতে কোনো রকম দোনামোনা ভাব থাকা উচিত নয় যে, কল্পনার অপহরণ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নানাভাবে ছাপ ফেলেছে। তার মধ্যে তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত, এ ঘটনার মধ্য দিয়ে পাহাড়ে নারী নিপীড়ন তথা পুরুষতান্ত্রিক সমাজের দাপটকে স্পষ্ট করে। স্পষ্টত বোঝা যায়, এ কারণেই ২৬ বছর পরও তার অপহরণের কোনো কূলকিনারা হয়নি। এখনও হচ্ছে পাহাড়ে নারী নিপীড়ন। প্রতিনিয়তই এগুলো নতুনভাবে তৈরি হচ্ছে। 'উন্নয়ন'-এর জোয়ারে ঢেকে যাচ্ছে পাহাড়। সাজেক না গেলে অনেকেরই এখন 'মর্যাদা' থাকে না। কিন্তু কল্পনা চাকমাকে নিয়ে কেউ আর কথা বলেন না। দীর্ঘ ২৬ বছরে মাঝখানকার ক্ষতি- আশার জায়গা থেকে ফসকে পড়ে গেল কল্পনা অপহরণ মামলাটি। মামলাটি আরও তিন বছর আগেই ক্লোজড ঘোষণা ক...